‘দ্য ইন্টার্ন’ থেকে দীপিকার সরে যাওয়ার কারণ কী? সামনে এল তথ্য
২০২০ সালে এক বিবৃতিতে দীপিকা বলেছিলেন, “‘The Intern’ মূলত সম্পর্কভিত্তিক একটি গল্প, যার পটভূমি কর্মক্ষেত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৪: বহু বছরের অপেক্ষার পর অবশেষে এগোতে শুরু করেছে হলিউডের জনপ্রিয় ছবি The Intern-এর হিন্দি রিমেকের কাজ। তবে এবার ছবিতে অভিনয় করবেন না দীপিকা পাড়ুকোন। প্রথমে পরিকল্পনা ছিল, অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। কিন্তু এবার নিজের প্রযোজনা সংস্থা KA Productions-এর ব্যানারে শুধুমাত্র প্রযোজকের ভূমিকায় থাকবেন দীপিকা।
তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন দীপিকা ?
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “এবার দীপিকা অভিনয় থেকে সরে দাঁড়িয়ে কেবল প্রযোজনা ও সৃজনশীল দিকনির্দেশনার দায়িত্ব নেবেন। যে চরিত্রে তিনি অভিনয় করার কথা ছিল, সেই জায়গায় নতুন নায়িকাকে কাস্ট করা হবে।”
সূত্রের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে দীপিকা তাঁর সৃজনশীল ক্ষেত্র প্রসারিত করতে চাইছেন। The Intern হবে তাঁর আগামী এক বছরের পাঁচটি নতুন প্রজেক্টের প্রথম কাজ। আন্তর্জাতিক দর্শকের জন্য প্রাসঙ্গিক গল্প তুলে ধরাই তাঁর লক্ষ্য।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সংস্করণে অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে ও রবার্ট ডি নিরো। ২০২০ সালে KA Productions রিমেকের স্বত্ব কিনে নেয়। প্রথমে বর্ষীয়ান চরিত্রে ছিলেন ঋষি কাপুরের অভিনয় করার কথা ছিল তবে তাঁর মৃত্যু পর অমিতাভ বচ্চনকে নেওয়া হয় এই ছবিতে। তবে করোনাকাল, দীপিকার ব্যক্তিগত কারণে বিরতি এবং শিডিউল জটিলতার কারণে শুটিং বারবার পিছিয়ে যায়।
২০২০ সালে এক বিবৃতিতে দীপিকা বলেছিলেন, “‘The Intern’ মূলত সম্পর্কভিত্তিক একটি গল্প, যার পটভূমি কর্মক্ষেত্র। আজকের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এ গল্প অত্যন্ত প্রাসঙ্গিক। আমি একটা হালকা, হাস্যরসাত্মক কিন্তু আবেগপূর্ণ গল্প খুঁজছিলাম, যা এই কাহিনির সঙ্গে একেবারে মিলে যায়।”
হিন্দি রিমেকটি যৌথভাবে প্রযোজনা করছেন সুনীল ক্ষেত্রপাল, ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়া, KA Productions এবং আজুর এন্টারটেইনমেন্ট। পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। প্রথমে ছবির মুক্তির সময় ধার্য ছিল ২০২২- সালের মাঝে মাঝি সময় , তবে নানা কারণে তা সম্ভব হয়নি।
এখন দেখার পালা, হিন্দি ‘দা ইন্টার্ন’ ঠিক কোন পথে এগোয়।