ভারতের উপর অতিরিক্ত Tariff চাপানোর কারণ কী? ফাঁস করলেন মার্কিন উপরাষ্ট্রপতি JD Vance

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: কেন মার্কিন মুলুকের আক্রোশের শিকার ভারত? কেন চাপলো অতিরিক্ত শুল্কের বোঝা? রবিবার এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কার্যত স্পষ্ট করে দিয়েছেন কারণ। ভারতের উপর দ্বিতীয় দফায় বাড়তি শুল্ক চাপানোর কারণ হিসাবে তিনি জানান, রাশিয়ার জ্বালানি তেলের অর্থনীতি ধ্বংস করতে ভারতের উপর কোপ বসানো হয়েছে। ভান্সের আশা, এর জেরেই ইউক্রেনের উপর হামলা বন্ধ করে যুদ্ধবিরতিতে রাজি হবেন পুতিন।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুশ-ইউক্রেন সংঘর্ষবিরতি প্রসঙ্গে ভান্স বলেন, “আমরা মনে করি গত কয়েক সপ্তাহে দুই তরফেই নমনিয়তা দেখা গিয়েছে।” বাস্তবে ইউক্রেনে রুশ হামলার বহর আরও বেড়েছে। ইউক্রেনের আরও দুটি গ্রামের দখল নিয়েছে রাশিয়া।
ভান্স বলেন, ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে রাশিয়ার পক্ষে খনিজ তেল নিভর অর্থনীতিতে ধনী হওয়া আরও কঠিন হয়ে পড়বে। ট্রাম্প স্পষ্ট বলেছেন, রাশিয়া যদি হত্যা বন্ধ করে তবেই তাদের বিশ্ব অর্থনীতিতে আবারও আমন্ত্রণ জানানো হবে। না-হলে বিশ্ব অর্থনীতি থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ভান্সের মন্তব্যে স্পষ্ট, রাশিয়ার উপর সরাসরি আঘাত হানতে না-পেরে আমেরিকা আক্রোশ মেটাচ্ছে ভারতের উপর। রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারী দেশ চীন। বেজিং নিয়ে কোনও মাথাব্যাথা নেই ওয়াশিংটনের।
উল্লেখ্য, প্রথম দফায় ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসায় আমেরিকা, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। ভারত আমেরিকার এই দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়।