বিজয় হাজারে ট্রফিতে বিরাট, রোহিতের পারিশ্রমিক কত?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে এ মরশুমের বিজয় হাজারে ট্রফি নতুন করে আলোচনার কেন্দ্রে। আইপিএলের মতো ঝলমলে মঞ্চ না হলেও, ভারতের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে এই টুর্নামেন্টের গুরুত্ব বরাবরই আলাদা। তবে দুই মহাতারকার উপস্থিতিতে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কৌতূহল বেড়েছে—এই প্রতিযোগিতার কাঠামো কীভাবে চলে, আর এখানকার পারিশ্রমিক ব্যবস্থাই বা কেমন।
২০২৫-২৬ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে খেলোয়াড়দের আয় সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পড়ে। আইপিএলের মতো নিলামের কোনও জায়গা নেই এখানে। পারিশ্রমিক নির্ধারিত হয় খেলোয়াড়ের খেলা লিস্ট-এ ম্যাচের সংখ্যার ভিত্তিতে। সেই দিক থেকে বিরাট কোহলি (দিল্লি) ও রোহিত শর্মা (মুম্বই)—দু’জনেই সিনিয়র ক্যাটেগরির অন্তর্ভুক্ত। ৪০টির বেশি লিস্ট-এ ম্যাচ খেলার সুবাদে তাঁরা প্রতি ম্যাচে পান ৬০ হাজার টাকা, যা অন্য যে কোনও ঘরোয়া অভিজ্ঞ ক্রিকেটারের মতোই।
তুলনায় দেখলে, আন্তর্জাতিক ক্রিকেটে এক একটি ওয়ানডে ম্যাচ খেলে এই দু’জনের আয় প্রায় ৬ লক্ষ টাকা। ফলে ঘরোয়া টুর্নামেন্টে তাঁদের পারিশ্রমিক অনেকটাই কম। তবে ম্যাচ ফি ছাড়াও রয়েছে ডেইলি অ্যালাউন্স, যাতায়াত ও থাকার খরচ, ম্যাচসেরা হলে অতিরিক্ত পুরস্কার এবং নকআউট বা ফাইনালে উঠলে প্রাইজ মানির ভাগ।
সব মিলিয়ে, বিজয় হাজারে ট্রফিতে কোহলি-রোহিতের উপার্জন সীমিত হলেও, তাঁদের উপস্থিতিই এই টুর্নামেন্টের আসল আকর্ষণ বাড়িয়ে তুলেছে।