দেশে মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? তৃণমূল সাংসদের প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারল না কেন্দ্র

July 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: পরিযায়ী শ্রমিক নিয়ে নিত্যদিন অবিজেপি রাজ্যগুলিকে তুলোধনা করছে বিজেপি। কিন্তু দেশে মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? ভিন রাজ্যে কাজ করতে গিয়ে গত পাঁচ বছরে কতজন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন? তার কোনও সুস্পষ্ট তথ্য দিতে পারছে না কেন্দ্র।

শুক্রবার রাজ্যসভার প্রশ্নোত্তরপর্বে দেশের অসংগঠিত শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। শেষ পাঁচ বছরে রাজ্যভিত্তিক কোন রাজ্যের পরিযায়ী শ্রমিক কোন কোন রাজ্যে কত সংখ্যায় কর্মরত রয়েছেন? এই একই সময়কালে কত সংখ্যায় পরিযায়ী শ্রমিক নিজের কর্মস্থলে মারা গিয়েছেন এবং ভিন্‌রাজ্যে মারা যাওয়া শ্রমিকদের যাবতীয় তথ্য সংসদে জানানোর দাবি করেন তিনি।

জবাবে শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা কারান্দালাজে জানান, দেশের অসংগঠিত শ্রমিকদের যাবতীয় তথ্য পেতে কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক ই-শ্রম পোর্টাল চালু করেছিল। সব রাজ্যকে তাদের অসংগঠিত শ্রমিকদের তথ্য সেই পোর্টালে আপলোড করতে বলা হয়। সেই তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১৬ জুলাই পর্যন্ত দেশে ৩০ কোটি ৯৪ লক্ষ অসংগঠিত শ্রমিক রয়েছেন। পাশাপাশি, ভিন্‌রাজ্যে কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য দেশে কী কী আইন রয়েছে, সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সেই আইন মারফৎ পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার কোন কোন বন্দোবস্ত করতে পারে, তারও উল্লেখ করেন মন্ত্রী। তবে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তিনি কোনও তথ্য দিতে পারেননি বলে সামিরুলের দাবি।

এমন জবাবে অসন্তুষ্ট সাংসদ সামিরুল বলেন, ‘‘আমি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কয়েকটি প্রশ্ন করেছিলাম কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাছে। যদি আপনারা প্রশ্নোত্তরগুলি ভাল করে দেখেন, তা হলে স্পষ্ট হয়ে যাবে যে আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে সরকারের কাছে পরিযায়ী শ্রমিকদের কোনও সময়োপযোগী বা নির্ভরযোগ্য তথ্যই নেই। তারা জানেই না কত জন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন গত পাঁচ বছরে।’’

প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ আগস্ট অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তির লক্ষ্যে ই-শ্রম পোর্টাল চালু করে কেন্দ্র। এদিন কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ১৬ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ই-শ্রম পোর্টালে মোট ৩০ কোটি ৯৪ লক্ষ শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে নাম নথিভুক্ত করেছেন ২ কোটি ৬৪ লক্ষ ৭৬ হাজার ৮৫০ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen