আজ তৃণমূল ছাত্র পরিষদের মহাসমাবেশে কী বার্তা দেবেন মমতা! সেদিকেই নজর গোটা রাজ্যের
কলকাতার ধর্মতলায় আজ, বৃহস্পতিবার, লক্ষাধিক ছাত্রছাত্রীর সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: কলকাতার ধর্মতলায় আজ, বৃহস্পতিবার, লক্ষাধিক ছাত্রছাত্রীর সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমাবেশে যোগ দিয়ে ছাত্র-যুবদের সামনে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরবেন মমতা। তৃণমূলের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই সমাবেশ বিশেষ গুরুত্বপূর্ণ।
মমতা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজনীতিতে কী ভূমিকা, তা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, দক্ষিণ কলকাতা ল’কলেজে ধর্ষণের ঘটনায় ছাত্রনেতার নাম জড়ানো থেকে শুরু করে সংগঠনের ভাবমূর্তিতে আঘাত, সবই এদিন আলোচনায় আসতে পারে। ছাত্রনেতাদের আচরণ কেমন হওয়া উচিত, সেই দিকেও বার্তা দেবেন তিনি। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেই প্রসঙ্গেও মুখ খুলতে পারেন মমতা। সভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
অন্যদিকে, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম, এলএলবি-সহ কলা ও বিজ্ঞানের বিভিন্ন শাখার তৃতীয় সেমেস্টারের ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। সব মিলিয়ে প্রায় ২২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। কমার্স পেপারের জন্য ৮৭টি এবং অন্যান্য বিষয়গুলির জন্য ৭৫টি কেন্দ্র নির্ধারিত হয়েছে। পরীক্ষার দিন পরিবর্তনের দাবি তুলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয়নি।
টিএমসিপির নেতা অভিরূপ চক্রবর্তী (Abhirup Chakraborty) জানান, পরীক্ষার্থীদের সমস্যায় পাশে থাকবে টিএমসিপি (TMCP)। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও (Trinankur Bhattacharya) বলেন, পরীক্ষার্থীরা যাতায়াতে অসুবিধায় পড়লে সমাবেশের বাস ব্যবহার করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে-৮৬৭০৪১৩৭৭৮ (Helpline number 8670413778), যাতে পরীক্ষার্থীরা যেকোনও সমস্যায় ফোন করতে পারবেন।