অলিম্পিকে রূপো জিতে কী বললেন মীরাবাঈ চানু? জেনে নিন
৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের নংপক কাকচিং গ্রামের মেয়ে মীরাবাঈ। ২০২০ কেজি ওজন তুলে অলিম্পিক নতুন রেকর্ড গড়েছেন তিনি।
July 24, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

২১ বছর পর আবার অলিম্পিকে (tokyo olympics) কোনও ভারতীয় ভারোত্তোলক আবার পদক জিতলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্নম মালেশ্বরী। ২০২১ সালে টোকিও অলিম্পিকে রুপো জিতলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)।

৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের নংপক কাকচিং গ্রামের মেয়ে মীরাবাঈ। ২০২০ কেজি ওজন তুলে অলিম্পিক নতুন রেকর্ড গড়েছেন তিনি।

এমন পারফরম্যান্সের পর মীরাবাঈ বললেন, আমি খুব নার্ভাস ছিলাম। গোটা দেশ আমার খেলা দেখছিল। এত প্রত্যাশা ছিল আমার উপর। আমি নিজেকে উজাড় করে দেব বলেই ঠিক করে রেখেছিলাম।