শিবরাত্রির দিন কোন কোন খাবার এড়িয়ে চলবেন

বিশেষত মহিলাদের মধ্যে। প্রায় সব বাঙালি মহিলারা কখনও না কখনও এটি পালন করে থাকেন। 

February 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিবরাত্রি হল বাঙালির একটি বহু প্রাচীন ব্রত। বহুকাল ধরে এই ব্রত চলে আসছে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় ব্রত। বিশেষত মহিলাদের মধ্যে। প্রায় সব বাঙালি মহিলারা কখনও না কখনও এটি পালন করে থাকেন। 

শিবরাত্রিতে পুজো করলে শুধুই মহিলাদের ভাল জীবনসঙ্গী প্রাপ্তি হয়, তাই-ই নয় ৷ যে কোনও মানুষের জীবনে উন্নতি হয় ৷

দেখে নেওয়া যাক কি কি ধরনের খাবার এদিন খাওয়া নিষিদ্ধঃ

  • এই দিন কোনও শস্য গ্রহণ করবেন না ৷ 
  • শিবরাত্রির উপবাস নিরাহার হওয়া উচিত ৷ কেননা এদিন কোনও শক্ত খাবার খাওয়া যায় না ৷ 
  • উপোস ভাঙার সময় এক্কেবারে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন ৷ 
  • প্যাকেটজাত জুস কিংবা হেলথ ড্রিংকস খাবেন না ৷ 
  • কোনও মশলা, সব্জি যেমন-পেঁয়াজ, রসুনও খাবেন না ৷
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen