সব রেকর্ড ছাপিয়ে, কোন নজির গড়ল গঙ্গাসাগর মেলা?

মেলার সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

January 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সব রেকর্ড ছাপিয়ে, কোন নজির গড়ল গঙ্গাসাগর মেলা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবারের সাগরমেলায় সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, পুণ্যার্থীর সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ’কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আরও জানান মেলার কর্মসূচি সফল হয়েছে। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এবার গঙ্গাসাগরে ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী পূণ্যস্নান করে গিয়েছেন।

এত ভিড়ের মধ্যেও ভক্তদের সুরক্ষায় কড়া নজর রেখেছিল সরকার। পুণ্যার্থীদের যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ৯ জন পুণ্যার্থীকে এয়ারলিফট করে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়েছে। ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ উত্তরপ্রদেশের বাসিন্দা। বাকিরা হরিয়ানা অ ছত্তীসগড়ের।

গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সাহায্যের জন্য ১৪২টি সমাজসেবী সংগঠনের ১০ হাজারের বেশি সমাজসেবক দিনরাত কাজ করেছেন। ‘ই-পরিচয়’, ‘ই-অনুসন্ধান’, ‘বন্ধন’ সহ একাধিক প্রকল্প থেকে পুণ্যার্থীরা সুবিধা পেয়েছেন।

মেলার সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নজরদারী ও নির্দেশ মতো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কাজ করেছে। জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সাফাই অভিযান শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen