ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য কোন নিয়ম চালু করল ভারতীয় রেল?

যাত্রীরা আগে থেকেই পরিস্থিতি দেখে নিতে পারবেন।

May 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য কোন নিয়ম চালু করল ভারতীয় রেল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়লা মে থেকে ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল। এবার থেকে যাঁদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তাঁরা আর রেলের স্লিপার বা এসি কোচে সফর করতে পারবেন না। যাতে কনফার্ম টিকিট নিয়ে কোনও সমস্যা তৈরি না হয়, তাই এমন পথে হেঁটেছে রেল।

মে মাস থেকে এই নিয়ম চালু হয়েছে। এবার থেকে যদি কনফার্ম টিকিট থাকে তবেই স্লিপার বা এসি কোচে সফর করা যাবে। রেলের টিকিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ এতদিন ধরে চলছিল সেটি আর হবে না বলে আশা করা হচ্ছে। এই নিয়মের ফলে শুধুমাত্র কনফার্ম টিকিটের যাত্রীরাই সিট পাবেন। যাত্রীরা অনেক বেশি করে আইআরসিটিসি-র পোর্টালকে ব্যবহার করবেন। মোবাইলে অ্যাপ থেকেও ট্র্যাক করা যেতে পারে। যাত্রীরা আগে থেকেই পরিস্থিতি দেখে নিতে পারবেন।

টিকিট কনফার্ম হলে তবেই এবার থেকে স্লিপার এবং এসি কোচে যাত্রা করার অনুমতি মিলবে। স্টেশনে থাকা টিকিট পরীক্ষক এবং অন্য কর্মীরা বিষয়টি নজরে রাখবেন। যেসব যাত্রীরা নিয়ম মানবেন না তাঁদের জরিমানা হবে। পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে বলেও খবর মিলেছে। বহুদিন ধরেই ভারতীয় রেল এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছিল। এবার তা কার্যকরী করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen