সেবাশ্রয় কর্মসূচিতে কী কী পরিষেবা পাবেন ডায়মন্ড হারবারের মানুষ?

শনিবার আমতলায় ‘ডক্টরস কনভেনশন’ অনুষ্ঠানে ‘সেবাশ্রয়,’ কর্মসূচির ঘোষণা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা এলাকায় চলবে ২৮০টি স্বাস্থ্যশিবির।

December 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার আমতলায় ‘ডক্টরস কনভেনশন’ অনুষ্ঠানে ‘সেবাশ্রয়,’ কর্মসূচির ঘোষণা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা এলাকায় চলবে ২৮০টি স্বাস্থ্যশিবির।

আগামী ৭৫ দিন ধরে গোটা লোকসভা এলাকাজুড়ে চলবে স্বাস্থ্যশিবির। সেখানে বিনামূল্যে চিকিৎসা করানোর পাশাপাশি একাধিক পরীক্ষাও করাতে পারবেন এলাকাবাসী। ১০০০ চিকিৎসক, ১৫০০ স্বেচ্ছাসেবক এর দায়িত্ব নিয়েছেন। প্রত্যেক বিধানসভায় এলাকায় অন্তত ৪০ টি ক্যাম্প হবে। ১২ টি হাসপাতাল এই কর্মযজ্ঞে অংশ নিচ্ছে।

নতুন বছরে ২ জানুয়ারি থেকে শুরু হবে শিবির। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের ভাবনা। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ‘চলমান-হাসপাতাল’ পরিষেবা দেওয়ার ভাবনা। স্বাস্থ্য শিবিরে সাধারণ রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ার‌ও পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা। তৎক্ষণাৎ ডায়গনিস্টিক পরীক্ষারও ব্যবস্থা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen