LIVE ‘একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া হলে আন্দোলন দিল্লিতে হবে, বাংলাতেও হবে’, বিজেপি-কমিশনকে হুঁশিয়ারি মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৮: আমি জমি না দিলে রেল-কয়লা প্রকল্পগুলো হলো কী করে? শাহের দাবির পাল্টা চ্যালেঞ্জ মমতার
LIVE UPDATE:
১৪:২৮ বাঁকুড়ার জনসভা থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া হলে আন্দোলন দিল্লিতেও হবে, বাংলাতেও হবে।”
১৪:২০ “শকুনি মামার চ্যালারা এখন বাংলায় তথ্য জোগাড় করতে আসছে। ভোট আসতেই দুঃশাসন আর দুর্যোধনদের দেখা মিলতে শুরু করেছে। আজ ওরা (বিজেপি) বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জমি দেয়নি! তাহলে পেট্রাপোল আর অণ্ডালে জমি দিল কে? ওরা বলে কি না শুধু বাংলা দিয়েই অনুপ্রবেশকারী ঢোকে! যদি তাই হয়, তবে পহলগামে হামলা চালাল কারা? দিল্লিতে যে ঘটনা ঘটল, তার নেপথ্যেই বা কে ছিল?…”: মমতা বন্দ্যোপাধ্যায়
১৪:১৭ মমতার অভিযোগ, “বিজেপির লোক নেই বলেই শুনানিতে বিএলএ-দের ঢুকতে দিচ্ছে না।” তাঁর দাবি, জনবল সংকটের কারণেই বিজেপি এজেন্সির মাধ্যমে কাজ চালাচ্ছে।
১৪:১১ মমতার অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসআইআর তালিকা থেকে ৫৪ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, কমিশনের দফতরে বিজেপির আইটি সেলের কর্মীরা বসে রয়েছে। নামের ইংরেজি বানানে সামান্য পার্থক্য থাকলেই নাম বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মমতা।
১৪:০০ বাঁকুড়ার জনসভা থেকে মমতা অমিত শাহের নাম না করে কটাক্ষ করে বলেন “ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা।” তিনি আরও অভিযোগ তোলেন, বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে ‘অত্যাচার’ করা হচ্ছে।
১৩:৫৫ শাহের অনুপ্রবেশ তত্ত্বের পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?” এরপরই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “পহেলগাঁওয়ে কী ঘটল, পহেলগাঁও কি আপনারা করেছিলেন?”
১৩:৪৯ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন।
১৩:৪২মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে উদ্দেশ করে বলেন,“আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।”
১৩:৩৭ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য বিএসএফ-কে জমি দিচ্ছে না-অমিত শাহের এই অভিযোগকে বাঁকুড়ার সভা থেকে খারিজ করলেন মমতা। পাল্টা বিজেপিকে আক্রমণ করে তিনি প্রশ্ন তুললেন, “আমি যদি জমি না দিই, তবে রেল আর কয়লা প্রকল্প তৈরি হল কীভাবে?”
১৩:৩০ এসআইআর প্রকল্পের অজুহাতে দরিদ্র সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে।
১৩:২৮ বাঁকুড়ার সভায় মমতা উন্নয়নের বিবরণ পেশ করলেন। বললেন, গ্রামে গ্রামে গিয়ে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছে।