কেমন থাকবে সপ্তমীর আকাশ? ঠাকুর দেখতে ছাতা নিয়ে বেরোনো প্রয়োজন?
এর ফলে সপ্তমীতে বড় ধরণের বর্ষণ না হলেও নবমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.১০: আজ সপ্তমী, ২৯শে সেপ্টেম্বর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিন ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় অবশ্য আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।
সাম্প্রতিক বঙ্গোপসাগরীয় দুর্যোগ কেটে গেলেও আবারও আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এর ফলে সপ্তমীতে বড় ধরণের বর্ষণ না হলেও নবমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অষ্টমীর দিন সমুদ্রের বুকে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে নবমীতে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি তার প্রভাব দশমীতেও দেখা দিতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সেদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, এবং মোট ১১টি জেলায় ভারী বৃষ্টি নামতে পারে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ সপ্তমী ভালো কাটলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে।