ফিরে দেখা ২০২৫: বছরভর কোন শব্দগুলি রইল ট্রেন্ডে?
December 25, 2025
|
< 1 min read
Authored By:

প্যারাসোশ্যাল (Parasocial)
সোশ্যাল মিডিয়ায় কারও জীবনের খুঁটিনাটি জানছেন কিন্তু তাঁকে চেনেনই না।
রেজ বেট (Rage bait)
মানুষের রাগ বা ক্ষোভ উস্কে দেওয়ার জন্য তৈরি কনটেন্ট।
সিক্স-সেভেন (Six-Seven)
নিছক মজা বোঝাতে ব্যবহৃত।
ভাইব কোডিং (Vibe coding)
AI-কে নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেওয়া ভাইব কোডিং।
অরা ফার্মিং (Aura farming)
নিজের ব্যক্তিত্ব, উপস্থিতিকে ফুলিয়ে, ফাঁপিয়ে আকর্ষণীয় করে তোলা।
বায়োহ্যাক (Biohack)
ফিট থাকতে ছোট ছোট অভ্যাস।
ওট্রোভাট (Otrovert)
পুরোপুরি ইন্ট্রোভাটও নন, আবার সবসময় এক্সট্রোভাটও নন।
দ্য গ্রেট লক-ইন (The Great Lock-in)
লক্ষ্য পূরণের জন্য দীর্ঘ সময় নিজেকে কাজে ডুবিয়ে রাখা।
ক্লক ইট (Clock it)
কারও ফন্দি ধরে ফেলা।