সিম না-থাকলে log In হবে না WhatsApp, আর কী কী নিয়ম আসছে?

November 30, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫২: নয়া টেলিকমিউনিকেশন সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট রুলস, ২০২৫ অনুযায়ী, এবার থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট সহ সব জনপ্রিয় মেসেজিং অ্যাপে লগ ইন করতে ‘সিম-বাইন্ডিং’ করতে হবে। সাফ কথায়, মোবাইলে সক্রিয় সিম না-থাকলে অ্যাপগুলিতে আর লগ ইন করা যাবে না। য়েব ব্রাউজারে লগ ইন করলে প্রতি ৬ ঘণ্টা অন্তর লগ আউট করে দিতে হবে। নতুন করে কিউআর কোড স্ক্যান করে ফের লগ ইন করতে হবে।

এখন মেসেজিং অ্যাপগুলিতে একবার নম্বর ভেরিফাই করা হলে অ্যাপ চালু থাকে। নম্বর বন্ধ হলেও অ্যাপ ব্যবহার করা যায়। প্রতারকরা সেই সুযোগ নেয়। নকল বা নিষ্ক্রিয় নম্বর ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতা হয়। এতে লোকেশন ট্রেস করা কঠিন হয়ে পড়ে। সিম-বাইন্ডিং হলে নম্বর, ডিভাইস এবং অ্যাপ এক সঙ্গে সংযুক্ত থাকবে। তাতে ব্যবহারকারীকে শনাক্ত করা সহজ হবে। স্প্যাম মেসেজ, অনলাইন প্রতারণা কমবে।

নয়া নিয়ম কার্যকর হলে একাধিক বদল আসবে। ওয়েব ভার্সনে বার বার লগ ইন করতে হবে ব্যবহারকারীদের। সিম বন্ধ বা নিষ্ক্রিয় থাকলে অ্যাপ আর চালু করা যাবে না। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের এতে অসুবিধা বাড়াবে বলে মত আম নাগরিকদের। তবে সরকারের দাবি, নিরাপত্তা বাড়ানো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen