দুর্নিবারে উলোট পূরাণ! প্রেমিকা যখন স্ত্রী আর অর্ধাঙ্গিনী হলেন প্রাক্তনী?

December 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৩:  জীবনের অদ্ভুত সব মোড় কখন যে গল্পের মতো সাজিয়ে দেয় নিজের পথ, তা হয়তো কেউ আগে থেকে বুঝতে পারে না। সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ—সবকিছু পেরিয়েও কোথাও যেন নতুন করে শুরু হওয়ার জায়গা রেখে দেয় ভাগ্য। ঠিক সেই পথ ধরেই ফের আলোচনায় এলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং হৃতজিৎ রায়চৌধুরির নতুন সম্পর্কের অধ্যায়।

সবসময়ই আলোচনার বাইরে থেকেছেন মীনাক্ষী। তবুও তাঁর অতীতকে ঘিরে ঝড় কম ওঠেনি। গায়ক দুর্নিবার সাহার সঙ্গে ২০২১ সালে বিয়ে, তারপর অল্প সময়েই বিচ্ছেদ, সম্পর্ক ভাঙনের তিক্ততা—সবই সামলে নিলেন নিভৃতে। সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতেই দুর্নিবারের জীবনে আসে নতুন ঠিকানা—মোহর ওরফে ঐন্দ্রিলা সেন, বর্তমানে যাঁদের এক পুত্রসন্তানও আছে।

অন্যদিকে, নিজের জীবনেও নতুন মানুষ খুঁজে পেলেন মীনাক্ষী। হৃতজিৎ—কলকাতার এক প্রযোজনা সংস্থায় কর্মরত, যাঁর হাতেই থাকে ছবির কালার কারেকশনের দায়িত্ব। তবে পরিচয়ের রেখাটা আরও জটিল—মোহরের প্রাক্তন প্রেমিক ছিলেন তিনি। কিন্তু পুরনো সম্পর্ক গুছিয়ে অনেক আগেই নিজ নিজ পথে চলে গিয়েছিলেন দু’জন। ঠিক সেই অদ্ভুত যোগসূত্রই পরে মিলিয়ে দিল মীনাক্ষী ও হৃতজিতকে।

সূত্রের খবর, ইতিমধ্যে নীরবে বিয়ের কাজ সেরে ফেলেছেন তাঁরা। বৃহস্পতিবার নিজেদের ঘনিষ্ঠদের নিয়ে ছোট করে রিসেপশনের আয়োজনও করেছেন। যদিও মীনাক্ষী এখনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিশেষ কিছু বলতে চান না। প্রস্তুতির ব্যস্ততার মধ্যে সংবাদমাধ্যমকে তিনি জানান—“এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাই না।”

হয়তো এটাই তাঁদের নতুন পথ—আলোচনার বাইরে, সোশ্যাল মিডিয়ার জৌলুশ ছাপিয়ে নিভৃতেই সম্পর্ককে সময় দেওয়া। আর সেই নীরবতাতেই লুকিয়ে থাকে নতুন শুরুর শক্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen