‘নতুন লোক এলে তাঁকে এই পার্টির কালচার শিখতে হয়…’, নাম না করে শুভেন্দুকে নিশানা দিলীপের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৫: দীর্ঘ নীরবতার অবসান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরেই স্বমহিমায় ফিরলেন বঙ্গ বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রায় আট মাস পর দলীয় কার্যালয়ে পা রেখে বুঝিয়ে দিলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের ‘মাঠ জুড়ে’ খেলতে প্রস্তুত তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিকেও।
বুধবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের পরেই জল্পনা শুরু হয়েছিল দিলীপ ঘোষের সক্রিয়তা নিয়ে। সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার দুপুরেই সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে যান প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharjee) সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ফের সক্রিয় হয়েছেন তিনি। দিলীপবাবু বলেন, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। আমি সব সময় আছি। মাঠ জুড়ে খেলব। ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম, পরে অন্য দায়িত্ব সামলেছি। দলের যেভাবে আমাকে প্রয়োজন, আমি লড়ব।”
গত লোকসভা নির্বাচনের প্রচারে নিজের কেন্দ্রেই দলীয় কর্মীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এদিন সেই প্রসঙ্গ উঠতেই নাম না করে শুভেন্দু অধিকারী এবং নব্য বিজেপি নেতাদের বিঁধতে ছাড়েননি তিনি। দিলীপের সাফ কথা, “দলের কর্মীরা আমাকে কোনওদিন কালো পতাকা দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে। এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে। ওরা এগুলো করেছে। ওরা ঠিক করেছে না ভুল, সেটা আমি বলব না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না।”
এদিন দিলীপ বলেন, ‘পার্টি চলতে থাকবে লোক আসতে থাকবে, চলেও যাবে কিছু। নতুন লোক এলে তাঁকে এই পার্টির কালচার শিখতে হয়…।’ তিনি আরও বলেছেন, ‘আদি-অনন্ত বলে কিছু নেই। আমি ১০ বছর আগে এসেছিল, কেউ ১২ বছর আগে এসেছে। কেউ আরও আগে এসেছেন। যাঁরা নতুন আসছেন, তাঁদের দায়িত্ব পার্টির সঙ্গে মিশে গিয়ে নিজেকে বিজেপির লোক হিসেবে প্রমাণিত করা, অনেকে সেটা করছেনও।’
আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, সেই প্রশ্নের উত্তরে বল দলের কোর্টেই ঠেলেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তবে রাজ্যে বিজেপির বর্তমান পরিস্থিতি এবং ২০২৬-এর লড়াই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের উদাহরণ টেনে আনেন তিনি। দিলীপবাবু বলেন, “কতদিনের লড়াইয়ের পর ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? লড়তে হবে। লোক আসবে, যাবে। কিন্তু আন্দোলন থেকে সরলে হবে না।”