প্রজাতন্ত্র দিবসে পাঠান, জন্মাষ্টমীতে Jawan, Dunki কবে? জানালেন শাহরুখ

YRF স্টুডিওতে প্রেস মিট ছিল টিম Jawan-র।

September 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কবে আসছে Dunki? জানালেন শাহরুখ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজু হিরানির Dunki নিয়ে কিছুদিন আগে গুজব রটেছিল সিনেমাটি নাকি পিছিয়ে যাচ্ছে। অবশ্য শাহরুখ খানের ভক্তরা বিশ্বাস করেনি। কারণ #AskSRK তে একবার বাদশাহ নিজেই জানিয়েছিলেন তাঁর পরবর্তী সিনেমাগুলো নিয়ে ঘোষণা তিনি নিজেই করবেন তাই গুজবে কান দেবেন না। সকল গুজব কে উড়িয়ে দিয়ে তিনি নিজেই জানালেন কবে আসছে Dunki।

YRF স্টুডিওতে প্রেস মিট ছিল টিম Jawan-র। সেখানে শাহরুখ খান বলেন, “এই বছর শুরু করেছি প্রজাতন্ত্র দিবসে Pathaan দিয়ে, জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের জন্মদিনে এনেছেন Jawan। নতুন বছর আসছে আর সামনে বড়দিন সেদিন আনছি Dunki।” এই কথায় তিনি আরও একবার স্পষ্ট করে দিলেন Dunki আসছে ২০২৩-র বড়দিনে। শাহরুখ ভক্তরা উল্লাসে ফেটে পড়েছে।

‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লগে রাহো মুন্নাভাই’, ‘সঞ্জু’-র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। Dunki-র মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ খান ও রাজকুমার হিরানি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen