কবে বিয়ে করবেন রাইমা? কী বললেন অভিনেত্রী?

টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে OTT, সর্বত্রই তাঁর সমান বিচরণ।

July 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কবে বিয়ে করবেন রাইমা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে OTT, সর্বত্রই তাঁর সমান বিচরণ। সব মিলিয়ে প্রায় আশির বেশি ছবিতে অভিনয় করতে দেখা গেছে রাইমা সেনকে। তবে প্রেম হোক বা ভালোলাগা, ব্যক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই স্পিকটি নট অভিনেত্রী। কবে বিয়ে করছেন রাইমা? প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে রাইমা সেন বলেছেন, ‘বিয়ে না করার সিদ্ধান্তই ঠিক। কে জানে, বিয়ে করলে হয়তো জীবনটা এমন হত না।’ তাঁর বিবাহ জীবন নিয়ে যে অনেকের মাথা ব্যাথা, সেই নিয়েও মুখ খুলেছেন ‘দ্বিতীয় পুরুষ’-এর অমৃতা। তিনি জানিয়েছেন, ‘সমাজের পছন্দ একজনের সিদ্ধান্তকে প্রশ্ন করতে পারে না।’

তিনি আর‌ও বলেন, ‘অনেকেই ভাবেন বিয়ে করিনি বলে আমি সুখী নই। কিন্তু আমি খুব ভালো আছি। ঠিক সময়ে ঠিক মানুষটাকে পেলে নিশ্চয়ই বিয়ে করব। এখনও ঠিক মানুষটাকেই পাইনি। বিয়েটা আমার জন্য বাধ্যতামূলক নয়। কারও প্রেমে পাগল হলে বিয়ে করার সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, টলি পাড়ায় একসময় চর্চা হয়েছিল, রাইমা সেনের সঙ্গে নাকি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম ছিল। যদিও তাঁরা দু’জনেই বলেছেন তাঁরা কেবল বন্ধু। সৃজিতের এখন ভিন্ন সংসার। রাইমা কিন্তু একেবারে বিয়ে-বিমুখ নয়। তবে রাইমা এখন নিজের কেরিয়ারেই পুরোপুরি মন দিতে চান। ভালো কোনও কাজ পেলে করেন। বাকি সময়টা বাড়িতেই ঘুমিয়ে কাটাতে ভালোবাসেন। এছাড়াও বাড়িতে রয়েছে একটি পোষ্য, তাকে নিয়েও দিব্যি সময় কেটে যায় সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের কন্যার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen