কবে থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন?

পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে যৌথ অধিবেশন বসবে।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শোনা যাচ্ছে, ২৫ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সব ঠিক থাকলে, ২৬ নভেম্বর সংবিধান দিবস, ভারতীয় সংবিধানের ৭৫ বছর উদযাপিত হবে সংসদেই। পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে যৌথ অধিবেশন বসবে।

সূত্রের খবর, ২৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে শীতকালীন অধিবেশন। এই অধিবেশন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। ওয়াকফ (সংশোধনী) বিল-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিল আলোচনায় উঠে আসতে পারে এই অধিবেশনে।

সূত্রের খবর, শীতকালীন অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিল পেশ করতে পারে সরকার। শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিল-ও পাশ করিয়ে নিতে চাইছে মোদী শিবির। বিলটি বর্তমানে সংসদীয় যৌথ কমিটিতে রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে বিল নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ওয়াকফ ইস্যুতে ফের সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক দেশ-এক নির্বাচন বিল সরকার আদৌ এই অধিবেশনে পেশ করে কিনা, তাও দেখার। বিল পেশ করলে এনডিএ’র শরিক দল ও বিরোধীদের ভূমিকা কী হয়, সেটাও দেখার। কারণ মোদীর হাতে সংখ্যার শক্তি নেই!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen