হাতে গোনা রোগী, ফাঁকা আরজি কর! কবে স্বাভাবিক হবে পরিষেবা প্রশ্ন ‘পেশেন্ট পার্টি’র?

হাসপাতাল কার্যত শূন্য, দূর জেলার রোগীরা আসছেন না বললেই চলে।

September 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি হাসপাতাল খাঁ খাঁ করছে, এ দৃশ্য বাংলা দেখেনি। কিন্তু শেষ এক মাসে আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরের অবস্থা এমনই, ইমার্জেন্সির সামনে হাতেগোনা কয়েকজন রোগী। রোগী পরিবারের সদস্যদের একটাই প্রশ্ন, কবে সব স্বাভাবিক হবে?

রোগীর পরিজনদের বক্তব্য, সরকারি হাসপাতাল ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। আগে যেখানে রাতের বেলা প্লাস্টিক বা কাগজ বিছিয়ে শোয়ার জায়গাও মিলত না, সেখানে রাতে থাকতে এখন গা ছমছম করছে বলে জানাচ্ছে তাঁরা। রোগীর আত্মীয়েরাও সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন। তাঁদের সাফ কথা, আদালত এমন কোনও নির্দেশ দিক, যাতে গরিব মানুষ ভরসা করে হাসপাতালে যেতে পারে। তাঁদের যেন ফিরে যেতে না হয়।

হাসপাতাল কার্যত শূন্য, দূর জেলার রোগীরা আসছেন না বললেই চলে। কলকাতা বা সংলগ্ন উত্তর ২৪ পরগনা থেকে কেউ কেউ আসছেন। রোগীরা বলছেন, এমন ফাঁকা ফাঁকা আরজি কর কখনও দেখিনি। রাতে থাকতে তো গা ছমছম করে। আগে ফাঁকা জায়গা খুঁজতে হত। এখন কোথায় অন্যান্য রোগীর বাড়ির লোকজন আছেন, সেটাই খুঁজতে হচ্ছে। প্রসূতি বিভাগে রোগীরা ভর্তি হচ্ছেন। আর ইমার্জেন্সির কিছু রোগী ছাড়া আর কেউ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen