বাংলাদেশে কবে নির্বাচন? ‘জুলাই ঘোষণাপত্র’-এ জানালেন Muhammad Yunus
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির দিনেই জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা করল অন্তর্বর্তী সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির দিনেই জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) বলেন, ‘‘এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’’
ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এদিন ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের আয়োজন করা হয়। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সব শহিদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হবে। শহিদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সবরকম আইনি সুরক্ষা দেওয়া হবে।
উল্লেখ্য, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালে এই দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এদিন, জাতীয় সংসদ নির্বাচনের কথাও বলা হয়েছে ঘোষণাপত্রে। আওয়ামি লিগ সরকারের আমলে বিভিন্ন অপরাধের উপযুক্ত বিচারের অঙ্গীকারও করা হয়েছে ঘোষণাপত্রে। কার্যত নির্বাচনের বাদ্যি বেজে গেল ওপার বাংলায়।