আরও পিছিয়ে গেল সময়! কবে পাতে পড়বে ওপার বাংলার ইলিশ?

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

Sales of beloved fish caught in net of fraying India-Bangladesh ties - The Japan Times

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.১০: পুজোয় পদ্মার ইলিশ পড়বে না বাঙালির পাতে? মঙ্গলবার বিকেল অবধি শোনা গিয়েছিল, বুধবার অর্থাৎ আজ থেকে কলকাতা সহ বাংলার বাজারে বাংলাদেশের ইলিশ (Hilsa From Bangladesh) পাওয়া যাবে। এখন শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বিকালে পদ্মার হিলসার দেখা মিলতে পারে।

বাংলাদেশ মঙ্গলবার থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্যমন্ত্রক নির্দেশিকাও জারি করে। মঙ্গলবার রাতেই কলকাতার আড়তগুলিতে ইলিশ পৌঁছনোর কথা ছিল। বিশ্বকর্মা পুজোর কারণে বনগাঁর পেট্রাপোল সীমান্তের কর্মীরা মঙ্গল ও বুধবার ইলিশ নামানো-ওঠানোর কাজ করতে রাজি হননি। ফিশ মার্চেন্টস অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ইলিশ লোডিং-আন লোডিংয়ের কাজ শুরু হবে। ফলে কলকাতার বাজারে মাছ পেতে পেতে বৃহস্পতিবার বিকেল।

জানা যাচ্ছে, চলতি বছর ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ৩৭টি রপ্তানিকারককে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত দফায় দফায় ইলিশ আসার কথা। ফলে পুজোয় সময় বাংলাদেশের ইলিশের অভাব হবে না বাজারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen