কবে গঠিত হবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি? সংসদ ডুবছে গহীন আঁধারে!

পঞ্চদশ লোকসভায় প্রতি দশটি বিলে সাতটি পর্যালোচনার জন্য পাঠানো হত নানান সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে।

September 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কবে গঠিত হবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি? সংসদ ডুবছে গহীন আঁধারে! ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বারবার আঘাত আনার অভিযোগ সামনে এসেছে। সংসদে বারবার বিরোধী কণ্ঠরোধের অভিযোগ উঠেছে। মোদীর তৃতীয় মেয়াদেও প্রকট হয়েছে সে ছবি। দেশের আঠারোতম লোকসভা গঠিত হয়েছে, একশো দিনের বেশি অতিক্রান্ত কিন্তু আজও তৈরি হয়নি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।

আরও পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশি

যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন চিঠি দিয়েছে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী নাড্ডাকে। উল্লেখ্য, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলো দেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। নানান বিলের যাবতীয় আলোচনা হয় কমিটিতে। পঞ্চদশ লোকসভায় প্রতি দশটি বিলে সাতটি পর্যালোচনার জন্য পাঠানো হত নানান সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে। শেষ লোকসভায় অর্থাৎ সপ্তদশ লোকসভায় সংখ্যাটা নেমে আসে তলানিতে, দশটি বিলে দুটি বিল পর্যালোচনার পাঠানো হয়। আদপে দেশের সংসদীয় ব্যবস্থায় আঘাত আনছে। এই পরিসংখ্যান তুলে ধরে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন, তৃণমূল সাংসদ ডেরেক। তিনি লেখেন, “সংসদ ‘ডিপ, ডার্ক চেম্বারে’ পরিণত হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen