কবে থেকে শুরু হতে পারে রাজ্যের বাজেট অধিবেশন?
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

আগামী ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে শুরু হতে পারে বিধানসভার বাজেট অধিবেশন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অধিবেশন দু’সপ্তাহ চলতে পারে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট পেশ করার কয়েক দিন পরই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রস্তুতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফর রয়েছে। সফর শেষ করার পর বিধানসভার বাজেট অধিবেশন বসতে পারে। অর্থ দপ্তর এবং বিধানসভার সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে।