জিয়াগঞ্জে এড শিরানকে কোথায় ঘুরতে নিয়ে গেলেন অরিজিৎ সিং?
বহুবার ভারত সফরে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরান।
February 11, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বহুবার ভারত সফরে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরান। ভারতের বহু তারকার সাথে দেখা করেছেন। এবার এলেন মুর্শিদাবাদে। ঠিকই ধরেছেন, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দেখা করলেন অরিজিৎ সিংয়ের সাথে।
এড শিরানকে দেখেই অরিজিৎ বাড়ির গেটের বাইরে বেরিয়ে এসে বুকে জড়িয়ে ধরেন। এড শিরান ও তার টিমকে উষ্ণ অভ্যর্থনা জানান অরিজিৎ। বিকেলে নিজের স্কুটিতে এড শিরানকে নিয়ে বেরিয়ে পড়েন অরিজিৎসিং। শিবতলা ঘাটে অরিজিৎ ও শিরান দু’জনে কিছুক্ষণ সময় কাটান। বিকেলে শিবতলা ঘাট থেকে একসঙ্গে ভাগীরথীতে নৌকাভ্রমণে বেরিয়ে পড়েন শিরান ও অরিজিৎ। প্রায় একঘণ্টা নৌকৌভ্রমণ করে ফিরে আসেন বাড়িতে।