কোথায় গেলেন Jagdeep Dhankhar? প্রাক্তন উপরাষ্ট্রপতির অনুপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অনুপস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে নানা মহলে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অনুপস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে নানা মহলে। হঠাৎ করেই ইস্তফা দিয়েছিলেন ধনখড়। ২২ জুলাই পদত্যাগ করার পর আজ পর্যন্ত তাঁর সম্পর্কে কোনও তথ্য নেই। তিনি কোথায় গেলেন, কেমন আছেন কেউ জানে না। প্রবীণ আইনজীবী তথা সাংসদ কপিল সিব্বল বলেন, “ ‘লাপতা লেডিজ’ শুনেছি, ‘লাপতা ভাইস প্রেসিডেন্ট’ নয়।”
সিব্বল বলেন, প্রথম দিনই তিনি ধনখড়ের ব্যক্তিগত সহকারীকে ফোন করেছিলেন। জানতে পেরেছিলেন ধনখড় বিশ্রাম নিচ্ছেন। তারপর থেকে আর কোনও কথা হয়নি। সিব্বল বলছেন, তাঁর অবস্থান জানি না, কোনও আনুষ্ঠানিক তথ্যও নেই। সিব্বলের প্রশ্ন, “আমাদের কী করা উচিত? হিবিয়াস কর্পাস দায়ের করব? স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নিশ্চয়ই খবর আছে। অমিত শাহের বিবৃতি দেওয়া উচিত। ওঁর শরীর যদি খারাপও হয়, তিনি কোথায় চিকিৎসা করাচ্ছেন, পরিবারের কেউ কিছু বলছেন না কেন? কী সমস্যা হয়েছে? অন্য দেশে এমন ঘটনা ঘটে। ভারতের মতো গণতান্ত্রিক দেশ। এখানে মানুষকে সবকিছু জানানো উচিত।” সিব্বল বলেন, ধনখড় তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁরা একসঙ্গে অনেক মামলা লড়েছেন। যদি এফআইআর (FIR) দায়ের করতে হয় তাহলে তা ভাল দেখাবে না।
সিব্বল নাম না-করে মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, “এক জায়গা থেকে অন্য জায়গায় বাংলাদেশিদের খুঁজে পান, আমি নিশ্চিত আপনি তাঁকে খুঁজে পাবেন।” তিনি আরও বলেন,“ধনখড় নিজের সরকারি বাসভবনে নেই এবং তিনি কোথায় আছেন তা জানা থাকলে ভাল হবে, যাতে সেখানে গিয়ে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে তাঁর জন্য উদ্বিগ্ন, সেই কারণেই আমি এই বিষয়টি তুলে ধরছি।”