২০২৫ সালে দেশের কোথায় কোথায় নির্বাচন হবে?

লোকসভা ও বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে।

November 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ও বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। এবার পালা ২০২৫ সালের।

দেখে নেওয়া যাক ২০২৫ সালে ভারতের কোথায় কোথায় নির্বাচন রয়েছে-

দিল্লি বিধানসভা নির্বাচন: ফেব্রুয়ারিতে দিল্লির ভোট। টানা তিনবার ক্ষমতায় আসতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল? দুর্নীতির অভিযোগ, জেল যাত্রা, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা, কৈলাশ গেহলট-সহ একাধিক বড় নেতার বিজেপিতে যোগদান, সব কি ঢেকে যাবে কেজরি ক্যারিশ্মায়? বিজেপির কাছেও দিল্লির ভোট অগ্নিপরীক্ষা।

বিহার বিধানসভা নির্বাচন: বিহারে কি ফের নীতীশ? নাকি তেজ দেখাবেন তেজস্বী? কেমন হবে ইন্ডিয়া জোটের অঙ্ক? আগামী বছরের সেপ্টেম্বরে বিহারে ভোট। প্রশান্ত কিশোরের দল কেমন করে, সেদিকেও নজর থাকবে।

এছাড়াও, বসিরহাট লোকসভা উপনির্বাচন হতে পারে আগামী বছর। তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হয়েছে। এই আসনে ভোটের ফল নিয়ে মামলা চলছে। চলতি বছর ২৫ সেপ্টেম্বর প্রয়াত হন হাজি নুরুল। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে ভোট হওয়ার কথা। আদালতের জট কাটলে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় বসিরহাটে উপনির্বাচন হতে পারে। গুজরাত, কেরল, জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশের কিছু জায়গায় বিধানসভা উপনির্বাচন হবে। জম্মু-কাশ্মীরের বুদগাঁও এবং নাগরোতা, উত্তরপ্রদেশের মিল্কিপুর, কেরলের দেবীকুলাম ও গুজরাতের বিশ্বাধর বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী বছর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen