মাঘে শিম-আলুর ভর্তা মেলা! কোথায় বসে?

মাঘ মাসের এই মেলাটি বড় পীরতলার ভর্তা মেলা নামে পরিচিত। শিম-আলুর ভর্তা এখানকার প্রধান আকর্ষণ। মেলার বয়স ৩০০ বছর

February 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা শীতকালজুড়ে নানান মেলা বসে বাংলায়। কিছু কিছু আবার বিচিত্রও বটে। তেমনই এক বিচিত্র মেলা বসে হাওড়ার সাঁকরাইলে। মাঘ মাসের এই মেলাটি বড় পীরতলার ভর্তা মেলা নামে পরিচিত। শিম-আলুর ভর্তা এখানকার প্রধান আকর্ষণ। মেলার বয়স ৩০০ বছর।

প্রাচীন তথা গ্রাম্য সংস্কৃতির সাক্ষ্য বহন করে বড় পীরতলার মেলা। জানা যায়, আড়াইশো-তিনশো বছর আগে মাঘ মাসে শিম-আলু ভর্তার মেলা শুরু হয়। মাঘের প্রতি শনি এবং মঙ্গলবার দুপুরে স্থানীয় মাজার চত্বরে মেলা বসে। ভর্তার টানে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন। আলুই ভর্তার মূল উপাদান। শীতের সব্জি হিসেবে শিম দেওয়া হয়। দুই সব্জিকে মিশিয়ে মশলা দিয়ে ভর্তা তৈরি করা হয়।

নানান জায়গা থেকে বিক্রেতারা মেলায় আসেন। এই মেলা কার্যত মিলন ক্ষেত্র হয়ে ওঠে। স্থানীয়দের পরিবারের সদস্যরা যাঁরা বাইরে থাকেন, তাঁরা মেলার সময় বাড়ি চলে আসেন। উৎসবের মেজাজে কাটে মাঘ মাস। দূর-দূরান্ত থেকে বহু মানুষ মাজারে আসেন। শিম-আলুর ভর্তা দিয়ে ভাত মেখে খান। তবে সবটাই আটকে রয়েছে স্থানীয় স্তরে। স্থানীয় উদ্যোগেই ভর্তা মেলার অস্তিত্ব টিকে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen