চৌকিদার কোথায়? পহেলগাঁওয়ে নিয়ে মোদীকে আক্রমণ উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের শংকরাচার্যের

জঙ্গি হামলায় নিরীহ মানুষদের প্রাণ চলে যাওয়ায় উদ্বিগ্ন শংকরাচার্য।

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এক সপ্তাহ কেটে গিয়েছে। এখনও পাকিস্তানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপ করেনি ভারত। কূটনৈতিক কিছু পদক্ষেপ কড়া হয়েছে। কেবল বদলা নেওয়া হবে বুলি শোনা যাচ্ছে, মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতাদের গলায়। এই আবহে, নরেন্দ্র মোদীকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে আক্রমণ করলেন উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের বর্তমান আধ্যাত্মিক প্রধান শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলেন, ‘কারও সম্পত্তিতে কিছু ঘটলে যেমন নিরাপত্তারক্ষী প্রথমে দায়ী হন, ঠিক তেমনই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি ঘটলে একই রকম জবাবদিহি করা উচিত সরকারের।’

জঙ্গি হামলায় নিরীহ মানুষদের প্রাণ চলে যাওয়ায় উদ্বিগ্ন শংকরাচার্য। নাম না করে তিনি মোদীকে এই ঘটনার জন্য দায়ী করে বিঁধেছেন। তাঁর কথায়, ‘যদি কারও বাড়িতে কিছু ঘটে, তাহলে সবার প্রথমে দায়ী হন চৌকিদার। একইভাবে, জাতীয় নিরাপত্তার ত্রুটির জন্য দায়ী থাকেন সরকারই।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী নিজেকে ভারতের ‘চৌকিদার’ বলে উল্লেখ করেন। বলাবাহুল্য মোদীর নাম না উল্লেখ করে শংকরাচার্য তাঁকেই কটাক্ষ করেছেন।

সিন্ধু জল চুক্তির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘পাকিস্তানে জল প্রবাহ বন্ধ করতে সক্ষম একটি ব্যবস্থা তৈরি করতে ভারতের কমপক্ষে ২০ বছর সময় লাগবে। সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করছে। ৭০ বছরেরও বেশি সময় ধরে সিন্ধু নদের জলের সমস্যাটি অমীমাংসিত রয়ে গিয়েছে। দেশের স্বার্থ সুরক্ষিত করার জন্য সরকারি নেতাদের দৃঢ় পদক্ষেপ করা উচিত।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen