বাড়িতে বসেই দেখতে পাবেন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ, জানুন উপায়
কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে সকাল ১০:৩০টায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করবেন। এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে অনেকেই দিল্লিতে যান। লালকেল্লায় টিকিট কেটে প্যারেড উপভোগ করেন। যারা যেতে পারেন না, তাদের জন্যও অনলাইনে কুচকাওয়াজ দেখার ব্যবস্থা রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে সকাল ১০:৩০টায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করবেন। এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে অনেকেই দিল্লিতে যান। লালকেল্লায় টিকিট কেটে প্যারেড উপভোগ করেন। যারা যেতে পারেন না, তাদের জন্যও অনলাইনে কুচকাওয়াজ দেখার ব্যবস্থা রয়েছে।
কোথায় দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ?
দূরদর্শন ন্যাশনাল টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার চলবে।
দূরদর্শনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও কুচকাওয়াজ লাইভ স্ট্রিম করা হবে।
অল ইন্ডিয়া রেডিওর ইউটিউব চ্যানেল থেকেও লাইভ সম্প্রচার হবে।
বিভিন্ন সরকারি ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে প্যারেডের লাইভ স্ট্রিম দেখা যাবে।
বৈদ্যুতিন সংবাদমাধ্যমে অর্থাৎ নিউজ চ্যানেলগুলোতেও সরাসরি সম্প্রচার করা হবে।