দেখে নিন কতজন প্রার্থী দুই কুল হারালেন লোকসভা নির্বাচনে!

৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হল।

June 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হল। এবারের নির্বাচনে বহু বিধায়ক নির্বাচনে দাঁড়িয়েছিলেন। অনেকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে নির্বাচন লড়েছিলেন। কিছু বিধায়ক যেমন লোকসভায় জিতেছেন তেমনই বহু বিধায়ক পরাজয়ের মুখ দেখেছেন। আসুন দেখে নেওয়া যাক কোন কোন বিধায়ক দুই কুল হারিয়ে বসে আছেন।

১) মুকুটমণি অধিকারী: ২০২১ সালে বিজেপির টিকিটের বিধায়ক হয়েছিলেন মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলে যোগ দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পরেই বিধায়ক পদ থেকে ইস্তাফা দেন। ১ লক্ষ ৮৬ হাজার ৮৯৯ ভোটে বিজেপি প্রার্থীজগন্নাথ সরকারের কাছে পরাজিত হলেন মুকুটমণি অধিকারী।

২) কৃষ্ণ কল্যাণী: ২০২১ সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট জিতে বিধায়ক হয়েছিলেন। তৃণমূলে যোগদান করার পর বিধানসভার পিএসি চেয়ারম্যান করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। বিধায়ক এবং পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তাফা দিয়েছিলেন। এই লোকসভা নির্বাচনে ৬৮ হাজার ১৯৭ ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান কৃষ্ণ কল্যাণী।

৩) বিশ্বজিৎ দাস: ২০২১ সালে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। তিনিও যোগদান করেন তৃণমূলে। লোকসভা নির্বাচনের আগে তিনিও ইস্তফা দেন বিধায়ক পদে। শান্তনু ঠাকুরের কাছে ৭৩ হাজার ৬৯৩ ভোটে হারলেন বিশ্বজিৎ দাস।

৪) তাপস রায়: ইডি হানার পর তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন তাপস রায়। বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। বিজেপিতে যোগদানের ঠিক আগেই বিধায়ক পদে ইস্তফা দেন। এই বারের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসনে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ৯২ হাজার ৫৬০ ভোটে হেরে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen