Weather Update: বর্ষা বিদায়ের আগে রাজ্যের কোন কোন জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:০০: বাংলায় বর্ষা বিদায়ের সঙ্কেত মিললেও, তার আগে রাজ্যের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে, যার ফলে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশ থাকবে মেঘলা। রবিবার থেকে বৃষ্টির সতর্কতা অনেকটাই কমে যাবে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ১২ অক্টোবর উত্তরবঙ্গ এবং ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে। তবে তার আগে রাজ্যবাসীকে আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে।
পুজোর পরপরই যে বৃষ্টির দাপটে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়েছিল, সেই স্মৃতি এখনও টাটকা। উত্তরে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। আকাশ থাকবে আংশিক মেঘলা, কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা নেই।