কোন ছবি পুরস্কার পেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? দেখে নিন

একনজরে দেখে নিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপকদের তালিকা

December 12, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার সেরা ভারতীয় ছবি হয়েছে রজনি বসুমাত্রের ‘গরাই ফাখ্রি’।

‘অবনি কি কিসমত’ ছবির জন্য সেরা ভারতীয় পরিচালক সনেট অ্যান্টনি ব্যারেটো।

আর এই বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘জোসেফ’স সান’।

এবার এশিয়ান সিলেক্টে সেরা ‘ব্রোকেন ড্রিমস: স্টোরিজ ফ্রম দ্য মায়ানমার ক্যু’। পুরস্কারটি দেশের বিপ্লবীদের উৎসর্গ করেন পরিচালক।

সেরা ভারতীয় তথ্যচিত্র ‘চেলেঞ্জ’।

সেরা শর্টফিল্ম কামিল সইফের ‘লাস্ট রিহার্সাল’।

একনজরে দেখে নিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপকদের তালিকা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen