সন্ধিপুজোয় কেন দেবীর উগ্ররূপের পুজো করা হয়?
September 30, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এর নাম ‘সন্ধিপুজো’। দেবী দুর্গার উগ্র ও ভয়াল রূপ এই সময় পূজিত হয়। মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট ধরে চামুণ্ডা দেবীকে পুজো করা হয়।
এমন রূপে পুজোর কারণ কী?
পুরাণ মতে, শুম্ভ-নিশুম্ভে নিধনের জন্য দেবী অগ্রবর্তী। তখন চণ্ড ও মুণ্ড দেবীকে আক্রমণ করে বসেন। দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে ওঠে। দেবীর ত্রিনয়ন থেকে দেবী কালিকা প্রকট হন। চামুণ্ডা রূপে চণ্ড ও মুণ্ডের সংহার করেন।
পুরাণ অনুসারে, যুদ্ধের সময় রক্তবীজ অসুরের সমস্ত রক্ত পান করেছিলেন দেবী। বলা হয়, এই সময় দেবীর মধ্যে সমস্ত মায়া-মমতার অবসান ঘটেছিল। তখন তিনি সর্বসংহারকারিণী। তাই সন্ধিপুজোর সময় বাইরের কোনও ব্যক্তিকে দেবীর চোখের সামনে রাখা হয় না।