ক্রীড়া জগতের কোন কোন তারকা পদ্ম পুরস্কারে ভূষিত হলেন?
প্রথা মতো প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় পদ্ম পুরস্কারের ঘোষণা করা হল। ক্রীড়া জগতের বেশ কয়েকজন পুরস্কার পাচ্ছেন। ভারতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেশ, তাঁকে পদ্ম ভূষণ সম্মান দেওয়া হবে। কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়ন এবং ভারতীয় দলের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথা মতো প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় পদ্ম পুরস্কারের ঘোষণা করা হল। ক্রীড়া জগতের বেশ কয়েকজন পুরস্কার পাচ্ছেন। ভারতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেশ, তাঁকে পদ্ম ভূষণ সম্মান দেওয়া হবে। কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়ন এবং ভারতীয় দলের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে।
পদ্ম পুরস্কার ২০২৫ বিজয়ী ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকা:
পিআর শ্রীজেশ: পদ্মভূষণ
রবিচন্দ্রন অশ্বিন: পদ্মশ্রী
আইএম বিজয়ন: পদ্মশ্রী
সত্যপাল সিং: পদ্মশ্রী
হরবিন্দর সিং: পদ্মশ্রী
প্যারিস অলিম্পিকে শ্রীজেশের নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয় করে। শ্রীজেশ জানিয়ে দিয়েছিলেন, অলিম্পিকের পর তিনি অবসর গ্রহণ করবেন। শ্রীজেশ আপাতত ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের প্রধান কোচ।
দেশের অন্যতম সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। ২০২৪ বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন অবসর গ্রহণ করেন তিনি। ১০৬ টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারের নজির রয়েছে তাঁর দখলে।
কেরলের আইএম বিজয়ন, ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিজয়ন ভারতের হয়ে ৭২ ম্যাচে মোট ২৯ গোল করেছেন।