IPL 2026-র আগে কোন দল কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১০:
মুম্বই ইন্ডিয়ান্স-দীপক চাহার
দাম: ৯.২৫ কোটি, পারফরম্যান্স হতাশাজনক, ১৪ ম্যাচে ১১ উইকেট, ইকোনমি ৯.১৭, ইনজুরির চিন্তা তো আছেই। বাজেট বাঁচাতে MI হয়তো ছেড়ে দেবে তাঁকে।
চেন্নাই সুপার কিংস-রচিন রবীন্দ্র
প্রতিশ্রুতি ছিল অনেক, পারফরম্যান্স আশানুরূপ নয়। ১৮ ইনিংসে ৪১৩ রান, গড় মাত্র ২৪.২৯। CSK নতুন টপ অর্ডার সাজাতে চাইবে। রাচিনের জায়গায় আসতে পারেন নতুন মুখ।
দিল্লি ক্যাপিটেলস-মিচেল স্টার্ক
শুরুটা দুর্দান্ত, কিন্তু শেষ পর্ব নিস্তেজ। প্রথম দুই ম্যাচে ৮ উইকেট, পরে ৯ ম্যাচে মাত্র ৬। T-20 থেকে অবসরও নিয়েছেন, DC ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্পে বিনিয়োগ করবে।
কলকাতা নাইট রাইডার্স-ভেঙ্কটেশ আইয়ার
গত বছর কেনা হয়েছিল ২৩.৭৫ কোটিতে! কিন্তু পারফরম্যান্স করতে পারেননি, চ্যাম্পিয়ন দলের ভারসাম্য দরকার। এবার ভেঙ্কটেশকে ছাড়তে পারে নাইটরা।
সানরাইজার্স হায়দরাবাদ-মহম্মদ শামি
দাম ১০ কোটি, মাত্র ৯ ম্যাচে ৬ উইকেট, গড় ৫৬.৬৭, ব্যর্থ মরশুমের পর SRH ভাবতে পারে নতুন পেসারদের নিয়ে। নতুনদের খোঁজে যেতে পারে তাঁরা।
পঞ্জাব কিংস-গ্লেন ম্যাক্সওয়েল
অভিজ্ঞ অলরাউন্ডার, কিন্তু ব্যাটে নীরবতা, ৭ ম্যাচে মাত্র ৪৮ রান, গড় ৮। ৩৭ বছরে এসে সামনে কঠিন চ্যালেঞ্জ।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-লাইম লিভিংস্টোনে
জয়ের পরেও একমাত্র অনিশ্চিত নাম, ১০ ম্যাচে ১১২ রান, গড় ১৬, বলেও তেমন প্রভাব নেই, RCB হয়তো ছেড়ে দেবে তাঁকে।
লখনৌ সুপার জায়ান্ট – মায়াঙ্ক যাদব
স্পিড সেনসেশন, কিন্তু ইনজুরি বড় বাধা, রিটেন্ড হয়েছিলেন ১১ কোটিতে, খেললেন মাত্র ২ ম্যাচ, লম্বা লেআফে ফ্র্যাঞ্চাইজি ধৈর্য হারাচ্ছে, এলএসজি হয়তো নতুন খেলোয়াড় খুঁজবে।
গুজরাত টাইটান্স-রাহুল তেওয়াতিয়া
আগের মতো প্রভাব নেই। চার কোটি খরচ, কিন্তু ফল তেমন মেলেনি, GT নতুন ফিনিশারের খোঁজে নামতে পারে।
রাজস্থান রয়্যালস-মহেশ থাকসেনা
১১ ম্যাচে ১১ উইকেট, ইকোনমি ৯.৭৬। কিন্তু দলে আসছে হারসারাঙ্গা ও জাদেজা! জায়গা ফুরোচ্ছে থাকসেনার, রাজস্থান তাঁকে ছেড়ে দিতে পারে।