রথ যাত্রায় বাতিল হয়েছে কোন কোন ট্রেন? জেনে নিন

গত ২ জুন করমণ্ডল দুর্ঘটনার পর ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তারপর ১৭ দিন কেটে গেলেও স্বাভাবিক ছন্দে ফেরেনি বাহানাগা বাজার স্টেশন সহ দক্ষিণ পূর্ব লাইনের একাংশ

June 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, ছবি সৌজন্যে- flickr

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ পূর্ব রেলের তুঘলকি কাজে ক্ষুব্ধ যাত্রীরা। গত ২ জুন করমণ্ডল দুর্ঘটনার পর ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তারপর ১৭ দিন কেটে গেলেও স্বাভাবিক ছন্দে ফেরেনি বাহানাগা বাজার স্টেশন সহ দক্ষিণ পূর্ব লাইনের একাংশ। নিয়ম করে প্রায় প্রতিদিনই লাইন মেরামতির অজুহাতে বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন।

পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগের মাধ্যম হল বাহানাগা বাজার স্টেশন। সেখানে দুর্ঘটনার প্রভাব এখনও রেল পরিষেবায় রয়ে গিয়েছে, তার প্রমাণ প্রতিনিয়ত মিলছে।

একনজরে দেখে নিন আজ রথ যাত্রায় বাতিল ট্রেনের তালিকা

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার রথযাত্রার দিন হাওড়া-পুরী এক্সপ্রেস সহ ২০টি ট্রেন বাতিল থাকবে।

  • বাতিল ট্রেনগুলি হল
  • হাওড়া-বেঙ্গালুরু
  • হাওড়া-পুরী শতাব্দী
  • হাওড়া-ভদ্রক
  • শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট
  • শালিমার-বিশাখাপত্তনম
  • শালিমার-চেন্নাই
  • সম্বলপুর-শালিমার
  • সেকেন্দ্রাবাদ-শালিমার
  • সাঁতরাগাছি-চেন্নাই
  • ভদ্রক-হাওড়া ইত্যাদি।

একের পর এক দূরপাল্লার ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। রথ যাত্রার সময় পুরীতে যাওয়া অধরাই থেকে যাচ্ছে অগণিত ভক্তদের। তবে জানা গেছে, আজ রথযাত্রার দিন খড়্গপুর-ভদ্রক আপ ও ডাউন আজ বালেশ্বর থেকে যাত্রা শুরু এবং সেখানেই বিরতি করবে। এছাড়া কয়েকটি ট্রেন ঘুর পথে চালানো হবে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি দক্ষিণ পূর্ব রেল। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen