দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বাংলার কোন দুই প্রাক্তন BJP সাংসদ?
ডজন খানেক বিধায়ক ফুল বদলে এখন জোড়াফুলে। শোনা যাচ্ছে, বাংলার প্রাক্তন দুই গেরুয়া সাংসদ নাকি দিল্লিতে তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কথায় বলে রাজনীতি সম্ভাবনার শিল্প। ২০২০ সাল থেকে প্লাবনের মতো দলবদল দেখেছে বঙ্গ রাজনীতি। ময়দানের দলবদল দেখে অভ্যস্ত বাঙালি এখন নিয়মিত নেতাদের রাজনৈতিক জার্সি বদল দেখছে। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে নাগাড়ে বিজেপি ছাড়ছেন দলের নেতা, জনপ্রতিনিধিরা। ডজন খানেক বিধায়ক ফুল বদলে এখন জোড়াফুলে। শোনা যাচ্ছে, বাংলার প্রাক্তন দুই গেরুয়া সাংসদ নাকি দিল্লিতে তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সূত্রের খবর, দিল্লিতে দুই প্রাক্তন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। আরও জানা যাচ্ছে, দুই প্রাক্তন সাংসদই বাংলা থেকে ভোটে জিতেছিলেন ২০১৯ সালে। ২০২৪ সালে তাঁরা টিকিট পেলেও ভোটে জিততে পারেননি। উল্লেখ্য, ২০১৯ সালে বাংলা থেকে বিজেপির টিকিটে জিতে দিল্লি গিয়েছিলেন আঠারো জন সাংসদ, ২০২৪-এ সংখ্যাটা নেমে আসে ১২-তে! সূত্রের খবর, প্রাক্তন বিজেপি সাংসদদের মধ্যে থেকে দু’জন তলে তলে ফুল বদলানোর প্রস্তুতি সারছেন।
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। মনে করা হচ্ছে, তার আগে ফের দল বদলানোর পর্ব শুরু হতে পারে। ফলে খুব শীঘ্রই হয়ত পদ্ম ছেড়ে বাংলার দুই প্রাক্তন সাংসদ তৃণমূলে যেতে পারেন। যোগদানের মঞ্চ হয়ে উঠতে পারে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ? নজর থাকবে সেদিকেই।