পহেলগাঁওয়ের আফটার শক! কোন পথে ভারত Vs পাকিস্তান যুদ্ধ? প্রতি মুহূর্তের LIVE UPDATE

বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্র। অপারেশন সিঁদুর নিয়ে ওই বৈঠকেই বিরোধীদের বিস্তারিত তথ্য দেওয়া হবে।

May 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধ্যরাতে পাকিস্তান ও POK-তে স্ট্রাইক চালালো ভারতীয় সশস্ত্র বাহিনীর। গুঁড়িয়ে গিয়েছে একের পর এক পাক জঙ্গিঘাঁটি। অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। হামলার জেরে অন্তত ৮০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Operation Sindoor এর প্রেস ব্রিফিং করলেন কর্নেল সোফিয়া কুরেশী এবং উইংকমান্ডার ভ্যমিকা সিং !

  • কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, “এটা গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত। আমাদের সেনা আধিকারিকরা সামান্য সময়ের মধ্যে নিখুঁত অপারেশন চালিয়েছেন। এবং এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে।”
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠক করছেন। বাংলা, সিকিম-সহ ১০টি রাজ্য বৈঠকে অংশ নিয়েছে।
  • বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্র। অপারেশন সিঁদুর নিয়ে ওই বৈঠকেই বিরোধীদের বিস্তারিত তথ্য দেওয়া হবে।
  • অপারেশন সিঁদুরের পর দেশজুড়ে ২০০-রও বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। বন্ধ করা হয়েছে ১৮টি বিমানবন্দর। জানা গিয়েছে, শ্রীনগরের পাশাপাশি বুধবার সারাদিনের জন্য বন্ধ থাকবে লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর। এগুলি ছাড়াও তালিকায় রয়েছে জম্মু, পাঠানকোট যোধপুর, জয়শলমীর, সিমলা, ধর্মশালা এবং জামনগর বিমানবন্দর।
  • অপারেশন সিঁদুরের পর ইউরোপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী।
  • ভারতের প্রত্যাঘাত সম্পর্কে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া।’
  • অপারেশন সিঁদুর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারতের আক্রমণের কথা শুনেছি… আমরা জানতাম, কিছু একটা হতে চলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সন্ত্রাস নিয়ে বহু বছর ধরেই লড়াই জারি রয়েছে। আমি চাই, এটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়।”

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি ঘোষণা ভারত-পাকিস্তানের

বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হলো দুই দেশের পক্ষ থেকে জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রী

জল, স্থল, আকাশ ৩ দিক থেকেই আক্রমন করবে না দুই দেশ

১২ মে দুই দেশের মধ্যে আবার বৈঠক হবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen