ভেনেজুয়েলা-আমেরিকার সংঘাত কোন পথে? SIR শুনানির দ্বিতীয় সপ্তাহ, বাংলাদেশে গুলিবিদ্ধ BNP নেতা, সান্দাকফুতে তুষারপাত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার মাটিতে সামরিক অভিযান চালায় আমেরিকা। বন্দি করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে। আপাতত ভেনেজুয়েলার উপরে আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করেছে চিন, রাশিয়া, ইরান, কিউবার মতো দেশ। আজ সরাদিন নজর থাকবে এই খবরে।
ভোটারদের শুনানির দ্বিতীয় সপ্তাহ চলছে। গত সপ্তাহের শনিবার থেকে শুনানি শুরু হয়েছে। জেলায় জেলায় ভোটারদের নথিপত্র যাচাই করা হচ্ছে। প্রথম দিকে জেলায় জেলায় ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। এরই মধ্যে শনিবার কমিশন আরও শুনানিকেন্দ্র চালু করার জন্য অনুমতি দিয়েছে রাজ্যের সিইও দপ্তরকে। রাজ্যের ১২ জেলায় ১৬০টি অতিরিক্ত শুনানিকেন্দ্র খোলায় সম্মতি দেওয়া হয়েছে। নজর থাকবে এই খবরের দিকে।
দীপুচন্দ্র দাস, খোকন দাসের মৃত্যুর ঘটনায় রয়েছে বিতর্ক। শনিবার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় আলমগির হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করা হয়। অশান্ত বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে।
শনিবার বিকেলের দিকে সান্দাকফু ও ফালুটে তুষারপাত হয়। রবিবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আবহাওয়া? নজর থাকবে।