TMC changes in Lok Sabha : কল্যাণ Bowled, সুদীপ Retired Hurt! অভিষেক কি শুভমন গিল?
সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের একটি ঘোষণায় লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ কাকলী ঘোষ দস্তিদার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: বিলেতের মাটিতে শুভমনের রাজ আর দেশের মাটিতে খোদ লোকসভায় Bazball তৃণমূলের। অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় রিটায়ার্ড হার্ট, তাই লোকসভায় দলনেতা হলেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপশি তৃণমূল কংগ্রেসের (AITC) লোকসভার মুখ্যসচেতক (Chief Whip) পদ থেকে ইস্তফা দিয়ে কার্যত বোল্ড আউট বর্ষীয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাঁর দায়িত্ব এবার সামলাবেন ডাঃ কাকলী ঘোষ দস্তিদার (Dr. Kakoli Ghosh Dastidar)। পাশাপাশি দায়িত্ব বাড়লো শতাব্দীরও।
গতকাল দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামাজিক মাধ্যমেও এই খবর জানিয়েছেন। পাশাপাশি কল্যাণের ইস্তফা গ্রহণ করেছেন এবং এই দায়িত্বে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের একটি ঘোষণায় লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ কাকলী ঘোষ দস্তিদার (Dr. Kakoli Ghosh Dastidar)। পাশাপাশি শতাব্দী রায়কে (Smt. Satabdi Roy) দলের ডেপুটি লিডার (Deputy Leader) হিসেবে নিয়োগ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই রদবদল (reshuffle) ঘটেছে দলের সাংসদদের সঙ্গে আলোচনার পর।
ডাঃ ঘোষ দস্তিদার একজন অভিজ্ঞ সাংসদ হিসেবে পরিচিত, যিনি পূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির (Standing Committee on Health) সদস্য ছিলেন। অন্যদিকে শতাব্দী রায় তাঁর রাজনৈতিক সক্রিয়তার জন্য সুপরিচিত।