কে তৃণমূল ছেড়ে চলে গেল, কিছু যায় আসে না- কাঁথিতে বললেন সৌগত রায়

শেষে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তাঁর কোন বিকল্প হয় না’।

December 23, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। কাঁথিতে তৃণমূলের সভা থেকে নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) খোঁচা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। শুধু তাই নয়, তিনি এদিন বলেন ‘কে তৃণমূল ছেড়ে চলে গেল, কিছু যায় আসে না। কাঁথির একজন নাম লেখালেন বাংলার বিশ্বাসঘাতকদের সঙ্গে। বাংলা ভুলবে না’।

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ করে এদিন সাংসদ বলেন, “উনি একটা ক্ষ্যাপা ষাঁড়ের মতো। পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ ব্যর্থ বলেই বাইরে থেকে নেতারা এ রাজ্যে আসছেন”।

কৈলাশ বিজয় বর্গীয় (Kailash Vijayvargiya) সম্পর্কে সাংসদ বলেন, “বর্গীরা আমাদের দেশে লুঠতরাজ করত”।

এদিনের সভা থেকে অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফরকে জোরাল কটাক্ষ করেন সৌগত রায়। তিনি বলেন, “মোটা ভাই অমিত শাহ হনুমানের মতো লাফিয়ে বারবার বাংলায় আসছে।” নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “নন্দীগ্রামের আন্দোলন স্থানীয়রা করেছেন। কোনও সরস্বতীর বরপুত্র সুন্দর চেহারা নিয়ে এসে করেননি। অনেক লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে। হাওয়াই চটি, নীল পাড় সাদা শাড়ি পরা কেউ রাজ্য চালাবেন তা মানতে পারছেন না দিল্লির কেউ। তাই অপপ্রচার।”

জেপি নাড্ডার (J P Nadda) কনভয়ে হামলা প্রসঙ্গে বিজেপির খোঁচারও পালটা জবাব দেন সৌগত। তিনি বলেন, “ছোট ঘটনাকে নিয়ে অকারণ বাড়াবাড়ি করছে। বিজেপি এমন ভাব করছে ভারত-চিনের যুদ্ধ হয়ে গিয়েছে।” তিন আইপিএস আধিকারিকদের ডেপুটেশনে চাওয়ার ইস্যুতেও কেন্দ্রকে একহাত নেন তিনি। তিনি বলেন, “এঁদের বদলি করার কোনও অধিকার কেন্দ্রের নেই, যদি বেআইনি ভাবে করে, তা হলে লড়াই হবে”।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ করছে বিজেপি (BJP)। দলীয় নেতাকর্মীদের মৃত্যুকে রাজনীতি করার জন্য ‘খুন’ বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি সৌগতর। তাঁর কথায়, “প্রেমে ব্যর্থ হয়ে অনেক বাচ্চারা গলায় দড়ি দেয়। স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে অনেক সময় স্বামী গলায় দড়ি দেন। আর তাদেরই নিজের নেতাকর্মী বলছে বিজেপি। শহিদ বলে দাবি করছে। আর বলছে বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল।” দিলীপ ঘোষকে মত্ত ষাঁড় বলে কটাক্ষ তৃণমূল নেতার। তাঁর কটাক্ষ, “রোজ সকালে দিলীপ হাঁটতে বেরচ্ছে। যা খুশি বলছে।”

এদিন কেন্দ্রের বেসরকারিকরণ নীতির তীব্র সমালোচনা করেন সাংসদ।

আজই দিল্লির সিঙ্ঘু বর্ডারে কৃষকদের সাথে দেখা করতে গেছে তৃণমূলের (AITC) প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথাও বলেছেন আন্দোলনরত কৃষদের সঙ্গে। সে বিষয়েও এদিন সাংসদ জানান কর্মীদের।

শেষে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তাঁর কোন বিকল্প হয় না’।

কাঁথির সভা থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন শুভেন্দু চলে যাওয়ায় তৃণমূল কর্মীরা খুশি। কোলাঘাটে ঢোকার পর থেকেই মনে হচ্ছিল মুক্ত বাতাস বইছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, যারা এতদিন গান্ধীবাদ, সুভাষবাদ জিন্দাবাদ বলে এল তারা গিয়ে গান্ধী হত্যাকারীদের দলে ভিড়েছে, যারা কৃষকদের বেচে দিতে চাইছে তাদের দলে গিয়ে নাম লিখিয়েছেন।তিনি বলেন যে আজ তিনি যা দেখেছেন তাতে তিনি নিশ্চিত পূর্ব মেদিনীপুরের সব আসন তৃণমূল জিতবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen