সুকান্তর পর কে হবেন বঙ্গ BJP-র সভাপতি?

কে হবেন দলের রাজ্য শাখার সভাপতি?

July 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। কে হবেন দলের রাজ্য শাখার সভাপতি?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভাসছে নানান মহলে। তবে দলের একটা বড় অংশ শুভেন্দুকে চাইছেন না। দিলীপের হারের পিছনেও শুভেন্দুকে দায়ী করছেন কেউ কেউ। পুরুলিয়ার দু’বারের সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সদ্যপ্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম রয়েছে আলোচনায়। মমতার মোকাবিলায় মহিলা সভাপতি চাইছেন বিজেপির একটি শিবির। সঙ্ঘও মহিলা রাজ্য সভাপতির পক্ষপাতী। দলের উত্তরবঙ্গের গোষ্ঠীর তরফে কেউ কেউ দেবশ্রী চৌধুরীকে রাজ্য সভাপতির পদে দেখতে চাইছেন। দৌড়ে আছেন রানাঘাটের দু’বারের সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, সবচেয়ে পাল্লা ভারী লকেটের। কারণ, লকেটের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সখ্যতা রয়েছে। শুভেন্দুর সঙ্গেও তাঁর সম্পর্ক মসৃণ। কিন্তু বাংলার গেরুয়া নেতা, কর্মীরা দিলীপকেই চাইছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen