সংসদ চত্বরে রাতভর চললো সাংসদদের ধর্ণা, পিছু হাটছেন না বিরোধীরা

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান চলবে।

July 28, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৫০ ঘণ্টার লাগাতার অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন রাজ্যসভার (Rajya Sabha) ২০ জন বহিষ্কৃত সাংসদ। বুধবার রাতেও সংসদ ভবন চত্বরে গান্ধি মূর্তির নীচে অবস্থান বিক্ষোভ জারি রইল। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান চলবে। অধিবেশন চলাকালীন দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে জরুরি আলোচনা চেয়ে রাজ্যসভা থেকে মঙ্গলবার সাসপেন্ড করা হয় ২০ জন সাংসদকে। শুক্রবার পর্যন্ত সাসপেন্ড হয়েছেন তৃণমূলের সাত জন সাংসদ দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীর রঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী। সাসপেন্ড হয়েছেন যারা, তাদের মধ্যে রয়েছেন ডিএমকের ছয়, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই, সিপিআইয়ের এক এবং আম আদমি পার্টির এক জন সাংসদ ।

বিরোধীদের বিক্ষোভের জেরে বুধবার বাদল অধিবেশন মুলতুবি হয়েছে দফায় দফায়। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি বাদল অধিবেশনের গোড়া থেকে মূল্যবৃদ্ধির বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা। বিতর্ক চেয়ে মুলতবি প্রস্তাবের নোটিশও দিয়েছে। কিন্তু কেন্দ্র সরকার সেই আলোচনায় রাজি হয়নি।

সোমবার অধিবেশন চলাকালীন কংগ্রেসের চার সাংসদ, তামিলনাড়ুর মনিকম টেগোর (বিরুধনগর) ও জ্যোতিমণি সেন্নিমালাই এবং কেরলের টিএন প্রতাপন (ত্রিশূর) ও রম্য হরিদাস (কোঝিকোড়)-কে বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। সব মিলিয়ে এই অধিবেশনে ২৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, উল্লেখ্য, আগামী ১২ অগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen