আধার কার্ড বা ভোটার কার্ড SIR-এর বিবেচনার তালিকায় রাখা হল না কেন? কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট

ভুয়ো ভোটার ধরতে যে ১১টি নথির তালিকা দেওয়া হয়েছে তাতে আধার, ভোটার বা রেশন কার্ড নেই। সোমবার শুনানিতে এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

July 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
Why Aadhaar card or voter card not included in SIR's consideration list? Supreme Court seeks Commission's reply
Why Aadhaar card or voter card not included in SIR’s consideration list? SC seeks EC’s reply

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৩ : বিহারে ভোটার তালিকায় (Bihar Voter List) বিশেষ সংশোধনে স্থগিতাদেশ নয়। তালিকা সংশোধনে আধার, ভোটার কার্ড বিবেচনা করা হোক, পরামর্শ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশনে (ভোটার তালিকায় নিবিড় সংশোধন) শুরু করেছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার ধরতে যে ১১টি নথির তালিকা দেওয়া হয়েছে তাতে আধার, ভোটার বা রেশন কার্ড নেই। এর পিছনে যুক্তি ছিল, এই সব নথি জাল হতে পারে। সোমবার শুনানিতে এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

কেন আধার কার্ড বা ভোটার কার্ড (ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড বা ইপিআইসি) এসআইআর-এর বিবেচনার তালিকায় রাখা হল না, সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে, কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে, সেগুলি প্রত্যেকটিই কোনও না কোনও ভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য, ‘‘এই দু’টি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামিকাল হয়তো দেখবেন, শুধু আধার নয়, ১১টি নথিই জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন।’’

নির্বাচন কমিশনের বক্তব্য, বিহারে ভোটের আগে ভোটার তালিকার এই সংশোধনের প্রয়োজন রয়েছে। জনসংখ্যার পরিবর্তন, নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। গত ২০ বছর ধরে বিহারের এই তালিকার নিবিড় সংশোধন হয়নি। আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য, এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে। কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন। তবে আদালত পাল্টা প্রশ্ন তোলে। কেন আধার গ্রহণ করা হবে না, জানতে চান বিচারপতি।

কমিশনের আইনজীবী জানান, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে। কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে। যে কোনও সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আদালত জানায়, যে কোনও সময় তারাও ওই তালিকা বাতিল করে দিতে পারে। বিচারপতির মন্তব্য, ‘‘বিশ্বাস করুন, এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না। কিছু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেব। আপনারা তৈরি থাকুন।’’ সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি। মঙ্গলবার আবার মামলাটি শুনবে শীর্ষ আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen