রাজনীতি ছেড়েও তৃণমূলে কেন? কী বললেন বাবুল সুপ্রিয়?

রাজনীতির কক্ষ পথ ছেড়ে দিয়ে সমাজসেবার পেশা বেছে নেবেন বলেছিলেন। কিন্তু আদতে তা হল না, বাবুল থাকলেন রাজনীতির চৌহদ্দিতেই।

September 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাস দুয়েকের মহানাটকের অবসনা ঘটল আজ। বিজেপির দীর্ঘ ইনিংস শেষ করে তৃণমূলে এলেন বাবুল সুপ্রিয়। রাজনীতির কক্ষ পথ ছেড়ে দিয়ে সমাজসেবার পেশা বেছে নেবেন বলেছিলেন। কিন্তু আদতে তা হল না, বাবুল থাকলেন রাজনীতির চৌহদ্দিতেই। কেন এই সিদ্ধান্ত, নিজেই ভাঙলেন বাবুল। জানালেন, “আসানসোলের সংসদ পথ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। আরও বললেন, যা ঘটার শেষ তিন চারদিনে দিনেই হয়েছে।”

বাবুলের কথায়, “রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল।”

বাবুল বলছেন, তখনই আমি সিদ্ধান্ত বদল করি। এই নতুন দায়িত্ব সম্পর্কে বাবুলের মত, “এটা আমার কাছে বড় অপরচুনিটি দল আমাকে দায়িত্ব দেবে। আমি নিজেই বাংলা ছড়ার কেন্দ্রীয় বাহিনী ছাড়ার চিঠি দিয়েছিলাম।”

বাবুল সুপ্রিয় জানান, সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বাবুলকে লাগে না তবে দল বললে যাবো।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen