কেন প্রথাপ সিমহাকে শোকজ করে বিজেপি?

ভিডিওতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির নাম প্রথাপ সিনহা।

October 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
https://www.facebook.com/114621203314233/posts/351924092917275/?app=fbl

ভিডিওতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির নাম প্রথাপ সিনহা। তিনি মাইসোর লোকসভা আসন থেকে সাংসদ এবং তার পাশাপাশি তিনি বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন। তিনি এই ভিডিওতে বলেন, যখন অমিত শাহ ব্যাঙ্গালুরুতে আসেন, ওনাকে জিজ্ঞেস করেন যুব মোর্চার সভাপতি হিসেবে উনি কি করেছেন? তিনি শাহকে বলেন, ওনার নেতৃত্বে যুব জাগরণের অনুষ্ঠান করা হয়েছে। তখন অমিত শাহ জানতে চান এমন কোনও মিছিল করা হয়েছে কি যেখানে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বা, লাঠি চার্জ করেছে? তিনি বলেন না। তখন অমিত শাহ বলেন, এরপর থেকে এরকম আন্দোলন করতে যেখানে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে।
প্রথাপ সিনহা নিজের এই ভিডিও গত বছর নিজের ফেসবুকে পোস্ট করেন এবং এর জন্য বিজেপি তাঁকে শোকজও করে।
এর থেকেই আমরা বিজেপির মানসিকতা বুঝতে পারি। দেশে অস্থিরতা সৃষ্টি বিজেপির একমাত্র লক্ষ্য। বর্তমানে তেজস্বী সূর্য যুব মোর্চার দায়িত্ব নিয়ে এই অমিত শাহের দেখানো পথই অনুসরণ করলেন কাল কলকাতায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen