বছরের প্রথম ডার্বি স্থগিত, কেন জানেন?

আদৌ হবে ফিরতি লিগের কলকাতা ডার্বি?

December 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বছরের প্রথম ডার্বি স্থগিত, কেন জানেন?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আদৌ হবে ফিরতি লিগের কলকাতা ডার্বি? কিছুদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন বাংলার ফুটবল সমর্থকরা। প্রসঙ্গত, আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বি আয়োজনের কথা। শেষ পর্যন্ত যুবভারতীতে সেই ম্যাচ হচ্ছে না। সোমবার সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই কথা জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে সিদ্ধান্ত এখন আইএসএল আয়োজকদের হাতে। তারা ওই দিন অন্য কোনও শহরে ম্যাচ আয়োজন করবে না কি দিন পরিবর্তন করবে সেটা তারাই ঠিক করবে।

জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। যে কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কারণে সোমবার প্রশাসনের তরফে জানানো হয়, পূণ্যার্থীদের সুরক্ষার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। বাবুঘাট যেহেতু ট্রানজিট পয়েন্ট, তাই সেখানেও কড়া নজরদারি চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশ এনে নিরাপত্তা আরও মজবুত করা হবে। তাই ডার্বির জন্য আর পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্য।

সাধারণত ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ লাগে। ৬০ হাজারেরও বেশি দর্শক আসেন ম্যাচ দেখতে। এত পরিমাণ পুলিশ গঙ্গাসাগর মেলার মাঝে পাওয়া যাবে না। তাই রাজ্য পুলিশ ওই ম্যাচ আয়োজন করতে পারবে না বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen