“বাড়িতে প্রতিযোগিতা চাই না” কেন বললেন শাহরুখ খান?

বলিউডের বাদশাহ শাহরুখ খান শুধু অভিনেতা নন, তিনি একজন নিবেদিতপ্রাণ বাবা। তাঁর সন্তানদের ভবিষ্যতের জন্য রইল একরাশ শুভকামনা।

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৪: শাহরুখ খান শুধু সুপারস্টার নন, একজন গর্বিত ও স্নেহশীল বাবা। সম্প্রতি শাহরুখের ‘আস্ক মি এনিথিং’ সেশনে খোলামেলা উত্তর দিলেন বাদশাহ। এক ভক্ত জানতে চান, ‘কবে আরিয়ানকে নায়কের ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে’? শাহরুখ বলেন “আরিয়ান ক্যামেরার নেপথ্যে থাকতে চায়, ওকে ভালবাসা দেবেন ওর প্রথম কাজের জন্য।” শেষে রসিকতা করে এও বলেন যে বাড়িতে কোনও প্রতিযোগিতা হোক, সেটা তিনি চান না।’’ এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় – ছেলে আরিয়ান যখন ডিরেকশনে পা রাখছেন, তখন মেয়ে সুহানা অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন আগেই। তাই বাবা হিসাবে দুই সন্তানের জন্যই ভালবাসা প্রার্থনা করেছেন ভক্তদের থেকে।

বর্তমানে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর শুটিং শেষ। নাম থেকেই বোঝা যাচ্ছে বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ। বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে।

অপরদিকে আর এক ভক্তের প্রশ্নে তিনি সোজাসাপ্টা জানিয়ে দেন যদি তাকে কখনো তিন সন্তানের মধ্যে কারোর পক্ষ নিতে হয়, তাহলে তিনি সুহানা খানের পাশে থাকবেন কারণ তিনি বিশ্বাস করেন যে মেয়েরা মিষ্টি, সুন্দর এবং শক্তিশালী।

বলিউডের বাদশাহ শাহরুখ খান শুধু অভিনেতা নন, তিনি একজন নিবেদিতপ্রাণ বাবা। তাঁর সন্তানদের ভবিষ্যতের জন্য রইল একরাশ শুভকামনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen