‘ছ’বছর পরে কেন এলেন?’, ডিজি রাজীব কুমারের মামলায় CJI-র প্রশ্নের মুখে CBI

October 13, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: ছ’বছর পর সোমবার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (DG Rajeev Kumar) আগাম জামিন মামলা উঠল সুপ্রিম কোর্টে। রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। আজ সোমবার, মামলাটি প্রধান বিচারপতি গভাইয়ের বেঞ্চে ওঠে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “ছ’বছর পরে কেন এলেন?” তাঁর আরও প্রশ্ন করেন, “ছ’বছর পর কেন মামলা তোলা হল?” মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার।

সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতার অভিযোগ, তদন্তে বাধা দেওয়া হয়েছে। রাজীব কুমারের আইনজীবীর দাবি, মামলার আড়ালে রাজীবের সম্মানহানি ঘটানোর চেষ্টা হচ্ছে। তুষার মেহতা আদালতে জানান, “শুধু আগাম জামিনের বিষয় নয়। তদন্তে বাধা দেওয়া হয়েছে। আমরা ছয় বছর পর আগাম জামিন নিয়ে কিছু বলছি না, কিন্তু সিবিআই অফিসারদের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। আদালত অবমাননার বিষয়ও শুনানি হোক।”

পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, “ছয় বছর ধরে কী করেছেন?” তুষার মেহতা আর্জি জানান, সিবিআইয়ের বক্তব্য শোনা হোক। এই মামলায় সরকারই আসল প্রতিদ্বন্দ্বী। রাজীব কুমারের আইনজীবী জানান, “গত ছ’বছরে একবারও তলব করা হয়নি। তদন্তে সব রকম সহযোগিতা করা হয়েছে। শুধুমাত্র হয়রানি করতেই এই মামলা তোলা হয়েছে।”

প্রধান বিচারপতি সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, “গত ছ’বছর ধরে আপনারা কী করেছেন? এতদিন মামলা ঝুলিয়ে রাখার প্রয়োজন কী? মঙ্গলবার অবমাননা সংক্রান্ত শুনানি হোক, না হলে আমরা মামলা খারিজ করে দেব।”
রাজীব কুমারের আইনজীবী জানান, “সম্মানহানি করতেই এই অভিযোগ আনা হয়েছে।”

উল্লেখ্য, ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ৪ অক্টোবর মামলাটি শীর্ষ আদালতে দায়ের হয়। ওই বছর ২৫ ও ২৯ নভেম্বর মামলাটির শুনানি হয়। রাজীব কুমারকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০ ডিসেম্বর নোটিশ তাঁর হাতে পৌঁছয়। তারপর থেকে আর কোনও অগ্রগতি হয়নি। ফের আজ মামলাটি উঠল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen